সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সাংবাদিক সমাজের উদ্যোগে আজ সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা পৌর ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সাংবাদিক নেতারা। এ সময় নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাংবাদিক সমিতির সহসভাপতি এ কে এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি লাইমুন হোসেন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর নেত্রকোনার পাবলিক হলে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন জেলা কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে চরম হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর হয়। এ সময় ছবি তুলতে গিয়ে কয়েকজন দুর্বৃত্তের হামলায় প্রথম আলো ও ইত্তেফাকের জেলা প্রতিনিধিসহ পাঁচজন সাংবাদিক আহত হন।