ইউনেসকোর উদ্বেগের জবাব দেবে সরকার : নসরুল হামিদ

সুন্দরবনের পাশে রামপাল কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে ইউনেসকো উদ্বেগ জানিয়ে যে চিঠি দিয়েছে, সরকার তার জবাব দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ শনিবার নতুন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণ নিয়ে এক কর্মশালা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
কর্মশালায় উপস্থাপিত তথ্যে পরিবেশ ইস্যুটি প্রাধান্য পায়। শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীদূষণ ও এর আশপাশের এলাকায় জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে।
রামপাল ইস্যুতে ইউনেসকোর উদ্বেগ সম্পর্কে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘ইউনেসকোর রিপোর্ট তো আমরা অনেক আগেই পেয়েছি। ইউনেসকো যেটা বলতে চাচ্ছে সেই বিষযগুলো বিভিন্ন অ্যাকটিভিস্টরা বলে আসছেন। ইউনেসকো আশা করছে যে কনসার্নগুলো (উদ্বেগ) তাদের, সেগুলো আমরা কীভাবে মিট (মোকাবিলা) করব। এনভায়রন ডিপার্টমেন্ট (পরিবেশ অধিদপ্তর) তাদের জবাবটা দেবে। আমরা আশাবাদী, ওইখানে কোনো কনসিডারেশন (বিবেচনা) হয়তো হতে পারে।’
অন্যান্য বিদ্যুৎ প্রকল্প নির্মাণের আগে মন্ত্রণালয়ের বিবেচনার বিষয় সম্পর্কে নসরুল হামিদ বলেন, ‘এখন এই পরিস্থিতির জায়গা থেকে ৬০ হাজার মেগাওয়াটে গেলে এনভায়রনমেন্ট এফেক্ট (পরিবেশগত প্রভাব) কী হতে পারে। এগুলো চিন্তার বিষয় চলে আসছে। আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলো (বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র) করতে যাচ্ছিলাম এবং যাচ্ছি, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সেগুলোর সমালোচনা হয়ে আসছে। কতগুলো কনসার্ন (উদ্বেগ) হয়ে আসছে। সেগুলো কনসিডার (বিবেচনা) করছি বলেই কিন্তু আমরা স্টাডিগুলো (গবেষণা) করছি আরো সিরিয়াসলি (গুরুত্বের সঙ্গে)।’
প্রতিমন্ত্রী এ সময় পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণার জন্য বিশ্বব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানান।