গোপালগঞ্জে রোলারচাপায় দুই স্কুলছাত্রী আহত

গোপালগঞ্জে রোলারের চাপায় আহত স্কুলছাত্রীদের একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি : এনটিভি
সড়কের কাজে ব্যবহৃত রোলারের চাপায় গোপালগঞ্জে দুই স্কুলছাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রীরা হলো উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের শাহাবুদ্দিন শেখের মেয়ে লিজা খানম (১৩) ও আলমগীর শেখের মেয়ে লিজা (১১)। তারা দুজন শেখ মুজিব আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাচ্ছিল লিজা খানম ও লিজা। পথে ভেন্নাবাড়ী-মুজিব বাজার সড়কের উত্তর ভেন্নাবাড়ী সেতুর ওপর রোলারের ধাক্কায় রেলিংয়ের সঙ্গে চাপা পড়ে। এতে দুজনই আহত হয়। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লিজা খানমের অবস্থার অবনতি হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।