ময়মনসিংহে ফেনসিডিলসহ দুজন আটক

ময়মনসিংহ শহরে আজ ভোরে ফেনসিডিলসহ দুজনকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি
ময়মনসিংহ শহরের পুরোহিতপাড়া এলাকায় ৪০ বোতল আমদানি-নিষিদ্ধ ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন আলামিন (৩০) ও আল হাসান (৩০)।
ময়মনসিংহের ১ নম্বর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ আজ ভোরে পুরোহিতপাড়া এলাকায় মানিকের করাতকলের কাছে অভিযান চালায়। এ সময় ফেনসিডিল হাতবদলের সময় আটক করা হয় আলামিন ও আল হাসানকে।
এসআই আরো জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।