নেত্রকোনায় জঙ্গিবিরোধী সমাবেশ, বাউল গান

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আজ বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ এবং দিনব্যাপী বাউল গানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ এবং দিনব্যাপী বাউল গানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় বাউল সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে মধ্যহ্ন বিরতির পর সন্ত্রাস-জঙ্গিবাদ দমনবিষয়ক এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুরুল ইসলাম।
আলোচনা শেষে বিরতি দিয়ে আবার বাউল গান পরিবেশন করেন শিল্পীরা।