ময়মনসিংহে খুন করে টাকা লুট, ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

ময়মনসিংহে গরু ব্যবসায়ীর ছেলেকে খুন করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন টিপু সুলতান, ওমর সানি ও সুজন। তাঁরা আন্তজেলা হাইওয়ে ডাকাতদলের সদস্য বলে দাবি করেছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পুলিশ সুপার আজ দুপুরে প্রেসব্রিফিং করে জানান, জেলার নান্দাইল উপজেলার গরু ব্যবসায়ী রবি বেপারী গত ১১ সেপ্টেম্বর ঈদুল আজহার আগে গাজীপুরের কাশিমপুরে গিয়ে তিন লাখ টাকার গরু বিক্রি করেন। গরু বিক্রির টাকা রবি বেপারী তাঁর ছেলে সোহেলকে দিয়ে বাড়ি পাঠান। গাজীপুর থেকে সোহেল তাঁর দুই ভাইসহ তিনজন একটি গাড়িতে করে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন। আসলে গাড়িটি ছিল ডাকাতদলের। গাড়িটি ময়মনসিংহ শহরের বাইপাস রোডে আসার পর ডাকাতরা সোহেলের সঙ্গে থাকা দুই ভাইকে কৌশলে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায়। পরে তারা সোহেলের গলায় শিকল পেচিয়ে হত্যা করে টাকা লুট করে। লাশ ফেলে যায় শহরের কাঠগলা এলাকায় রাস্তার পাশে।
সৈয়দ নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন স্থান থেকে সোহেল হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।