নেত্রকোনায় চালকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক্টরচালকের মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলায় চালকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সজল মিয়া (৩০) নামের এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। এ সময় মোশারফ হোসেন (২৪) নামের আরেক শ্রমিক আহত হন।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের সতরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল সতরশ্রী ইউনিয়নের মো. আব্দুল আজিদের ছেলে এবং আহত মোশারফ আমতলা ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, হতাহতরা চালকলের পাম্প হাউজে গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
আহত মোশারফকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।