বোমা হামলায় নিহত শেলির পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

নেত্রকোনায় ২০০৫ সালে বোমা হামলায় নিহত উদীচী জেলা শাখার তৎকালীন সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলির পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত শেলির মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে দুই লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. সাজ্জাদুল হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান, আটপাড়া উপজেলা চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা কৃষক লীগ সভাপতি কেশব রঞ্জন সরকার।
২০০৫ সালের ৯ ডিসেম্বর সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ের সামনে চলছিল নেত্রকোনা হানাদার মুক্ত দিবসের প্রস্তুতি। এমন সময় এক আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান নেত্রকোনা উদীচীর সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলি, মোটরসাইকেল মেরামতকারী যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল ও আত্মঘাতী বোমা হামলাকারী আল বাকি মো. কাফিসহ আটজন। আহত হন অর্ধশতাধিক।