বহুরূপীতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে অবস্থান সমাবেশ

ময়মনসিংহে বহুরূপী নাট্য সংস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় সড়ক অবরোধ করে অবস্থান ও সমাবেশ করেছেন ময়মনসিংহের সংস্কৃতিকর্মীরা। আজ বুধবার নাট্য সংস্থার কার্যালয়ের সামনে বিকাল ৪টায় ওই সমাবেশ শুরু হয়।
সংগঠনের সভাপতি আ ক ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদৎ হোসেন খান হিলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সংস্কৃতিকর্মী ডা. হরি শংকর দাস, তারা গোলন্দাজ, সারোয়ার জাহান, সাংবাদিক প্রদীপ ভৌমিক প্রমুখ।
বক্তারা বলেন, বহুরূপীকে যারা ধ্বংস করার চক্রান্ত করছে, তাদের মুখোশ খুলে দিতে হবে। সংগঠনের সচিব শাহাদাৎ হোসেন খান হিলু বলেন, ‘সবার সহযোগিতা ছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড, বহুরূপীর কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।’ তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘বারবার কেন বহুরূপীকে টার্গেট করা হচ্ছে, প্রশাসন যেন দ্রুত তাদের খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করেন।’
এই ঘটনায় সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন বাদল গতকাল মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে বহুরূপী নাট্য সংস্থার কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টেবিলের ড্রয়ার ও কিছু মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।