রায়পুরে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে কার্যালয়ের কয়েকটি জানালার গ্লাস ভেঙে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গাজী কমপ্লেক্সের পেছনের ভবনের তৃতীয় তলার বিএনপির কার্যালয়ে এ হামলা হয়। এ সময় কার্যালয়ের ছাদ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ৪-৫টি ইট নিক্ষেপ করা হয়। এ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা বিএনপির দুই নেতা জানিয়েছেন, বিকেলে কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ কর্মসূচিতে যোগ দিতে জেলা বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আসেন। তাঁর সঙ্গে ছাত্রদলের কিছু নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে রবিদাসপুল থেকে রায়পুরে আসে।
গাজী কমপ্লেক্সের পাশে দলীয় নেতাকর্মীরা আবুল খায়ের ভূঁইয়াকে পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সেখানে হামলা করে বলে অভিযোগ করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলার সময় বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও গাজী কমপ্লেক্সের ভেতরে গিয়ে আশ্রয় নেয়।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভবনের নিচে গেইটে অবস্থান নেয়। তারা আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং ইট ও কোমল পানীয়র বোতল নিক্ষেপ করে কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে।
পুলিশের হস্তক্ষেপে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় বিএনপি কার্যালয়ের ছাদের ওপর থেকে তাদের লক্ষ্য করে চার-পাঁচটি ইট নিক্ষেপ করা হয়। এতে আবারো উত্তেজনা ছড়ায়।
পরে কার্যালয়ের ভেতরে কেক কেটে দলীয় নেতাকর্মীদের বের করে দেওয়া হয়। এতে কোনো নেতাকর্মী হতাহত হয়নি।
এ ব্যাপারে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ জড়ো হওয়ার খবরে আমরা সেখানে গিয়েছি। তারা ওপর থেকে নেতাকর্মীদের ওপর ইট মেরেছে। পুলিশ সুপারের অনুরোধে আমরা নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে সরে এসেছি।
এ ব্যাপারে রায়পুর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল করিম বলেন, ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।