লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত দুই

লক্ষ্মীপুরে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজারের মাইলের মাথা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক রুস্তম আলী (৩২) ও যাত্রী নাজমা আক্তার (২৬)। এ সময় আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী।
নিহত দুজনই সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া নিহত নাজমা আক্তার ও আহত ফেন্সী, জহির, কুলছুম বেগম, মুন্নি আক্তার ও পারভীন আক্তার স্থানীয় বেঙ্গল সু কারখানার শ্রমিক।
ঘটনার পরপরই লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৪-৩৪৯৭) ও বিপরীত দিকে দালাল বাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা (লক্ষ্মীপুর-থ ১১-৫৪৮৬) মাইলের মাথায় পৌঁছলে দুটি যানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, সংঘর্ষের পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া আহতদের দ্রুত উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ফরিদ আহমদ। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।