ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন

ছবি : এনটিভি
সারা দেশে জঙ্গি হামলা সন্ত্রাস ও গুপ্তহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সারা দেশে জঙ্গি হামলার প্রতিবাদে সাংবাদিককদের মানববন্ধন ও সমাবেশ প্রমাণ করেছে সন্ত্রাসের বিরুদ্ধে দেশ আজ ঐক্যবদ্ধ। মানববন্ধন ও সমাবেশে অংশ নেন সিপিবির সাধারণ সম্পাদক আইনজীবী এমদাদুল হক মিল্লাত, মুক্তিযোদ্ধা আবদুর রব, রেবেকা ইয়াসমীন, জগদীশ চন্দ্র সরকার, মোশাররফ হোসেন, বিকাশ রায়, প্রদীপ ভৌমিক, আতাউল করিম খোকন, আবুল কাশেম, রবীন্দ্রনাথ পাল, নিয়ামুল কবীর সজল, বাবুল হোসেন, আবদুস সামাদ আজাদী, আ ন ম ফারুক প্রমুখ।