লক্ষ্মীপুরে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

লক্ষ্মীপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি : এনটিভি
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি (জন্মাষ্টমী) উপলক্ষে লক্ষ্মীপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শোভাযাত্রাটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাঁখারীপাড়া সেবাশ্রম মন্দিরে গিয়ে শেষ হয়।
এর আগে শোভাযাত্রা উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র উত্তম দত্ত ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া। পরে শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট জেলা সদস্য সচিব কার্তিক সেন গুপ্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।