দেশ-জাতির মঙ্গল কামনায় গোপালগঞ্জে জন্মাষ্টমী পালিত

গোপালগঞ্জে আজ বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত-অনুসারীরা। ছবি : এনটিভি
বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পূজায় দেশ ও জাতির মঙ্গলও কামনা করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় কালীবাড়ি ও ইসকনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়িতে এসেই শেষ হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আলাদা শোভাযাত্রা বের করে।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।