টাঙ্গাইলে ‘জেএমবি’র দুই সদস্য আটক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার এলেঙ্গা ও বল্লভবাড়ী এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন জুয়েল মিয়া (২৬) ও আবু সাঈদ ওরফে সবুজ (২৪)। তাঁদের মধ্যে জুয়েল টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের বাসিন্দা। আর সাঈদ বগুড়ার শেরপুর থানার বাগরা কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর দুজনের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির নির্দেশনা, অস্ত্র ও ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জেএমবির সদস্য জুয়েল মিয়াকে আটক করেন।
পরে জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে উপজেলার বল্লভবাড়ী গ্রামের আতোয়ারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির ভাড়াটিয়া জেএমবির সদস্য আবু সাঈদ ওরফে সবুজকে আটক করা হয়। পরে সাঈদের ঘর থেকে বারুদ, ক্যাপাসিটর, সার্কিটসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বোমা তৈরির বর্ণনাসংবলিত খাতা, একটি চাপাতি ও জিহাদি বই, জেএমবির ট্রেনিং ও বিভিন্ন কার্যক্রমের ভিডিওসংবলিত মেমোরি কার্ড উদ্ধার করা হয়।