ফের ভূমিকম্প, সাভারে শতাধিক শ্রমিক আহত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার দুপুরে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পন অনুভূত হওয়ার পর সাভারের একটি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন শতাধিক শ্রমিক। তাঁদের অধিকাংশই নারী। সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের বহুতল পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অর্ধশতাধিক শ্রমিককে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করছিলেন কারখানাটিতে। হঠাৎ করেই ভূমিকম্পে গোটা ভবনটি কেঁপে উঠলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে একযোগে কয়েক হাজার শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হন শতাধিক।
দেলোয়ারা নামের এক শ্রমিক জানান, হুড়োহুড়ি করে নামতে গিয়ে তিনি পদপিষ্ট হন।
লাভলী আক্তার নামের আরেকজন জানান, ভবনটি ফাটল ধরেছে হঠাৎ করেই, এ গুজব ছড়িয়ে পড়লে তিনিসহ ওই ফ্লোরে থাকা অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি করে কার আগে কে নামবেন, তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। যাঁরা অপেক্ষাকৃত দুর্বল, তাঁরাই পদপিষ্ট হন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, এই হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিককে ভর্তি করা হয়েছে। তাঁদের বেশির ভাগই নানা ধরনের আঘাতের শিকার হয়েছেন।