ফের ভূমিকম্প, আজও কেন্দ্র নেপাল

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার দুপুর ১টা ৯ মিনিট ৮ সেকেন্ডে এই ভূকম্পন ঘটে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোদারি এলাকা। কেন্দ্রে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।
এর আগে গতকাল শনিবার নেপালের কাঠমান্ডুর পশ্চিমে লামজুং এলাকায় প্রথম দফায় ৭ দশমিক ৮ মাত্রার ভূকম্পন হয়। এতে নেপালে এখন পর্যন্ত ১৯০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।
লামজুংয়ের ওই ভূমিকম্পের ফলে গতকাল বাংলাদেশ ও ভারতেও ভূকম্পন অনুভূত হয়।