নেত্রকোনায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পদ্মা চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মৃত শ্রমিকরা হলেন খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের ভুপেন্দ্র চৌধুরীর ছেলে নূর উত্তম (৪০) ও সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রুইপ্রতাপপুর গ্রামের আছর আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন অগ্নিদগ্ধ শ্রমিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বেলা ৩টার দিকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত বিনোদ কান্তি দাসের চালকলে শ্রমিকরা কাজ করার সময় বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ সময় শ্রমিক নূর উত্তম, আমিনুল ইসলাম ও জামাল উদ্দিন অগ্নিদগ্ধ হন। আহত হন আরো অন্তত ১০ জন।
বিস্ফোরণে চালকলের বয়লারের লোহার পাইপ, চারপাশের দেয়াল ও ছাদে থাকা ঢেউটিনসহ প্রত্যেকটি ইট টুকরো হয়ে ১০০ গজের মধ্যে বাড়িঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
এ দিকে স্থানীয়দের সহযোগিতায় দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এ দুর্ঘটনা ঘটেছে। বয়লারটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা করে স্থানীয়রা বারবার কর্তৃপক্ষকে সতর্ক করে আসছিল বলে দাবি করেন এলাকার রতন, জাহেদুর ও সুজন। বয়লারটির পাশেই খোলা জায়গাতে বিকেলে কোমলমতি শিশুরা খেলাধুলা করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।