নেত্রকোনায় বয়লার বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় একটি চালকলের বয়লার বিস্ফোরিত হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে এই বিস্ফোরণে তিন শ্রমিক অগ্নিদগ্ধ ও ১০ জন আহত হন।
অগ্নিদগ্ধ শ্রমিকরা হলেন নর উত্তম (৪০), আমিনুল ইসলাম (৩৫) ও জামাল উদ্দিন (৪৫)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, রোববার সকাল থেকে শ্রমিকরা নাগড়া এলাকার বিনোদ কান্তি দাসের মালিকানাধীন পদ্মা অটো রাইস মিলে কাজ করছিলেন। বেলা ৩টার দিকে মিলের পুরোনো বয়লারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মিলের তিন শ্রমিক অগ্নিদগ্ধ ও ১০ জন আহত হন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাইস মিলের পাশে একটি মাঠ। সেখানে ১০০ গজের মধ্যে বিস্ফোরণের ইট, সুরকি, টিনের টুকরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
স্থানীয় লোকজন জানান, বয়লারটির পাশেই খোলা জায়গায় বিকেলে কোমলমতি শিশুরা খেলাধুলা করে। সেই সময় বিস্ফোরণ হলে হতাহতের সংখ্যা পঞ্চাশে ছাড়িয়ে যেত। সংশ্লিষ্টদের উদাসীনতায় এ দুর্ঘটনা ঘটেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।