নেত্রকোনায় জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

নেত্রকোনায় আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। ছবি : এনটিভি
নেত্রকোনায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
নেত্রকোনা জেলা ‘রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন’ (আরজেএফ) এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, আরজেএফের জেলা সভাপতি দিলওয়ার খান, সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। সাধারণ জনগণের পাশাপাশি সাংবাদিকরা সচেতন হলে দেশ থেকে জঙ্গিবাদ দমন করা সম্ভব।