লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, তিন সঙ্গী আটক

বরিশাল-ঢাকা নৌরুটের যাত্রীবাহী এমভি পারাবত-১২ লঞ্চ থেকে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বরিশালের হিজলা উপজেলার কালীগঞ্জ মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হিরণ সিকদার (২৮) নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর তিন সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আটক তিনজন হলেন—বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম নয়ন (২৯), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শেখ সুজন (২৯) ও ছাত্রলীগ কর্মী রিয়াজুল ইসলাম (২৮)।
লঞ্চের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পারাবত-১২-এর সুপারভাইজার মোখলেছুর রহমান জানান, বরিশালের উদ্দেশে ঢাকা থেকে লঞ্চের ২০৯ নম্বর কেবিনে ওঠেন চারজন। ঘটনার কিছু সময় আগে হিরণের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে নয়নের ভুল বোঝাবুঝি হয়। এ সময় হিরণকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন নয়ন। একপর্যায়ে কেবিনে থাকা বাকি দুজনকে ডেকে আনেন নয়ন। এ সময় তাঁদের দেখে হিরণ দৌড়ে তিনতলায় উঠে বারান্দা থেকে নদীতে ঝাঁপ দেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক সিরাজুল ইসলাম নয়নের দাবি, কোনো একটি বিষয় নিয়ে লঞ্চের এক যাত্রীর সঙ্গে হিরণের কথাকাটাকাটি হয়। এ সময় তিনি কেবিনে থাকা সুজন ও রিয়াজুলকে ডাকতে গেলে হিরণ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন।
বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিক জানান, হিরণের সঙ্গে থাকা তিনজনই প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। এখানে নারীঘটিত কোনো বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।