ময়মনসিংহে কলেজছাত্রের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহে কলেজছাত্র সামিউল কবির জনম খুনের প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের চরপাড়া এলাকা থেকে হাজারো মানুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সি কে ঘোষ রোডে অবস্থান নেয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তাঁরা।
মিছিল ও মানববন্ধনে অংশ নেন নিহতের স্বজন, এলাকাবাসী ও তাঁর সহপাঠীরা।
পুলিশ জানিয়েছে, গত ১২ আগস্ট রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল কবির জনম। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পথেই মারা যায় জনম। এ ঘটনায় জনমের বাবা মো. লিটন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, পুলিশ হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে অনিক ও শফিকুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।