নেত্রকোনায় জঙ্গিবাদের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নেত্রকোনায় আজ শনিবার জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ছবি : এনটিভি
জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নেত্রকোনার সাংবাদিকরা। আজ শনিবার দুপুর আড়াইটায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রেসক্লাবের ব্যানারে পালিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, হাবিবুর রহমানসহ উপস্থিত সাংবাদিকরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বলেন, জনতা সোচ্চার হলে দেশ থেকে জঙ্গি দমন সম্ভব।