বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

নেত্রকোনার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মহসীনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর গ্রামের বাড়ি বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে।
গতকাল বুধবার গভীর রাতে পাশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা থেকে মহসীনকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুলিশের একটি দল বুধবার গভীর রাতে ধর্মপাশা-মধ্যনগর সড়কে টহল দেওয়ার মোটরসাইকেল আরোহী মহসীন ও তাঁর সঙ্গী কমল মিয়াকে গতিরোধ করে। তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ দেহ তল্লাশি করে দুজনের কাছ থেকে ছয়টি ইয়াবা উদ্ধার করে।
ওসি আরো জানান, মহসীন ও কমলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা উপজেলা আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।