খেলা শেষে বাড়ি ফেরা হলো না শ্রাবন্তীর

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার চিরাম ইউনিয়নের খাশিকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী খাশিকোনা গ্রামের মুখলেছ মিয়ার মেয়ে এবং খাশিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, শ্রাবন্তী বান্ধবীদের সঙ্গে খেলাধুলা করে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।