নেত্রকোনায় জেলা পুলিশের শোক দিবসের আলোচনা

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা করেছে নেত্রকোনা জেলা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইনে নেত্রকোনায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধু ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না। দেশে জঙ্গিবাদের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ-জনতা একসঙ্গে সোচ্চার হলে বঙ্গবন্ধুর বাংলাদেশ থেকে জঙ্গি দমন করা সম্ভব।
এ সময় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেন, কে এম মামুন খান চিশতী, এএসপি সাজ্জাদ হোসেন, মো. আনিছুর রহমান খান, ওসি হুমায়ুন কবীর, আবদুর রহমান, মাজেদুর রহমান, মোয়াজ্জেম হোসেন, উপপরিদর্শক (এসআই) ফজলুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলু, কনস্টেবল নীলিমাসহ অন্যরা।