লক্ষ্মীপুরে বিএনপি ও যুবদলের ২ নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী ও সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হেলালের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ওই দুই নেতা আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাসেম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও অ্যাডভোকেট মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলনগর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জামাল তালুকদার জানান, রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হয়। ওই সব মামলায় আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলে পাঠান।
কমলনগর থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা নুরুল হুদা চৌধুরী ও যুবদল নেতা হেলালের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানো ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।