ইউএনও, ওসিকে হত্যার হুমকি, ৪ জন গ্রেপ্তার

ময়মনসিংহে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যা এবং বোমা মেরে তাঁদের কর্মস্থল উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এঁরা হলেন সুজন খান, শওকত হোসেন, মফিজ ও রুনি আক্তার। তাঁদের সবার বাড়ি ভালুকা উপজেলায়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আজ শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে পাশাপাশি সময়ে ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান, গফরগাঁও থানার ওসি তোফাজ্জল হোসেন এবং ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমরুল আহসান তালুকদারকে ফোন করে খুব দ্রুত তাঁদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। হুমকি দিয়ে আরো বলা হয়, বোমা মেরে তাঁদের কর্মস্থল ও আবাসস্থলও উড়িয়ে দেওয়া হবে।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ভালুকার বিভিন্ন স্থানে টানা অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কামরুল আহসান তালুকদার বাদী হয়ে একটি মামলা করেছেন।