বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেছেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
মহান মে দিবস পালনের কর্মসূচি নির্ধারণ করতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয় বলে বার্তা সংস্থা বাসস জানিয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘জনগণ বিএনপির সঙ্গে না থাকায় তারা বুঝতে পেরেছে তাদের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা কম। তাই খালেদা জিয়া নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছেন।’
কামরুল ইসলাম বলেন, ‘মানুষ যখন আনন্দঘন পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, তখনই খালেদা তাঁর সেই চেহারা নিয়ে আসলেন।কারণ বিএনপি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে। জনগণ তাদের সঙ্গে নেই উপলব্ধি করে তারা যেকোনো মূল্যে নির্বাচন নষ্ট ও ভণ্ডুল করতে চায়।’
একই সভায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়ার সব ষড়যন্ত্রমূলক কৌশল ব্যর্থ হয়েছে। তিনি পরাজিত হয়ে এখন নতুন নাটক করছেন। এখন তিনি নির্বাচন বানচালের উপায় নিয়ে নাটক করছেন।’
মায়া বলেন, ‘নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নির্বাচন বানচালের জন্য যারা যত ষড়যন্ত্রই করুক, তারা কোনোভাবেই সফল হবে না।’
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়।