শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের উদ্যোগে কদমতলী থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে খাগড়াছড়ি আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মো. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য মংশে প্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শানে আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাঈল প্রমুখ।
বক্তারা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।