পাটুরিয়ায় ফেরি চলছে, লঞ্চ বন্ধ

পদ্মা নদীর তীব্র স্রোত ও ঘাট ভেঙে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। জরুরিভাবে ছোট ফেরি দিয়ে শুধু হালকা কিছু যানবাহন পারাপার করা হচ্ছে।
ঘাটসংশ্লিষ্টরা জানান, নদীর পানি বৃদ্ধি, তীব্র স্রোত আর ঘাট ভেঙে যাওয়ার কারণে বেশ কিছুদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ার চারটি ঘাট নদীতে বিলীন হয়ে দুদিন ধরে বন্ধ রয়েছে বড় ফেরি চলাচল। তবে ভাঙনকবলিত তিনটি ঘাট মেরামত করে গতকাল রাত ৯টা থেকে দুটি ইউটিলিটি (মাঝারি) ও দুটি কে-টাইপ ফেরি চলাচল করেছে। এই ফেরিতে বাস-ট্রাক ছাড়া অন্যান্য ছোট যানবাহন সীমিত আকারে পারাপার করা হচ্ছে। তবে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচল।
এদিকে, ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া দুই ঘাটের পাড়েই শত শত ট্রাক আটকে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এই নৌপথে চলাচল করার জন্য সচল ও বিকল মিলে নয়টি রো রো (বড়), ছয়টি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি (কে-টাইপ) ফেরি রয়েছে। সপ্তাহখানেক আগে নদীতে পানি বেড়ে গিয়ে দৌলতদিয়া ঘাটের কাছে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে ভাঙনের মুখে পড়ে ঘাট এলাকা। কয়েক দিন আগেও এই স্রোতে মাত্রাতিরিক্ত গতিতে ফেরি চলতে হয়েছে। অনেক ফেরিই স্রোতের প্রতিকূলে চলাচল করতে না পেরে বসিয়ে রাখা হয়। আবার কয়েকটি ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
কর্তৃপক্ষ আরো জানায়, এ অবস্থায় কিছুদিন ধরেই তীব্র স্রোতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছিল। এ কারণে উভয় পাড়ের ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। গত রোববার সকাল পৌনে ৯টার দিকে দৌলতদিয়ার সবকটি ঘাট নদীভাঙনের কবলে পড়ে। এ কারণে এই নৌপথে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই দিন দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট কিছুটা মেরামত করে শুধু ছোট ফেরি চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল জানান, দৌলতদিয়ার ২, ৩ ও ৪ নম্বর ঘাট মেরামত করে গতকাল রাতে ইউটিলিটি রজনীগন্ধা, হাসনাহেনা, কে-টাইপ কুমারী ও কপোতী ফেরি চলাচল শুরু করেছে। ঘাটে কোনো বাস না থাকলেও প্রচুরসংখ্যক ট্রাক রয়েছে। বুধবার দুপুরে পরীক্ষামূলকভাবে রো রো (বড়) ফেরি চালু করা হবে। স্রোতের প্রতিকূলে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছতে সক্ষম হলে ফের বাস ও ট্রাক পারাপারের ব্যবস্থা করা হবে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান জানান, দৌলতদিয়ার ২ নম্বর ঘাটে স্রোত বেশি থাকায় ছোট ও মাঝারি ফেরি ভিড়তে পারছে না। ৩ ও ৪ নম্বর ঘাটে এসব ফেরি ভিড়ছে। দুই ঘাটে আরো কিছু বালুর বস্তা ফেলা হবে। আর রো রো ফেরি চলাচলের জন্য দুপুরে ৪ নম্বর ঘাটের পন্টুন একটু নিচু করে দেওয়া হবে। ফেরি চলাচলের সময় ঘাটে ভিড়তে কোনো সমস্যার সম্মুখীন হলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উভয় পাড়ের লঞ্চঘাট সুপারভাইজারদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে এখন চলাচল একবারেই বন্ধ রয়েছে। পারাপারের জন্য যাত্রীরা লঞ্চঘাটে এসে ভিড় জমিয়েছেন।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রবল বাতাসে নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এমনিতেই নদীতে তীব্র স্রোত রয়েছে। এই ঢেউ ও স্রোতে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে ফের লঞ্চ চালু করা হবে বলেও জানান তিনি।