নবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাক খাদে, ৩ শ্রমিক নিহত

ঢাকার নবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার সোনাহাজরা এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন করিম (৩০), ফুলচাঁন (২৫) ও শহিদুল ইসলাম (৩৫)। তাঁদের গ্রামের বাড়ি জামালপুর ও টাঙ্গাইল জেলায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, আজ সকালে ঢাকার আমিনবাজার থেকে পাথর বোঝাই করে দোহারে যাওয়ার পথে সোনাহাজরা এলাকায় অন্য একটি বাসকে জায়গা দেওয়ার সময় খাদে পড়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় পাথরের ওপর বসে থাকা তিন শ্রমিক পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতদের উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।