সরাসরি জান্নাতে যাওয়ার লোভে জঙ্গি হচ্ছে শিক্ষিত ছেলেরা

শিক্ষিত ছেলেরা সরাসরি জান্নাতে যাওয়ার লোভে জঙ্গি হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে আইজিপি এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐকমত্য করে কোনো লাভ হবে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদ দমন করলে এটি নির্মূল করা সম্ভব।
আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ স্থানীয় সমস্যা নয়। এটি সামাজিক, দেশীয়, বৈশ্বিক সমস্যা। যেখানে সকল পেশার, সকল শ্রেণির, সকল মহলের লোক এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এ জন্য দেশের সব মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকতে হবে যেন জঙ্গিবাদ কখনোই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।’
শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ সম্পর্কে তরুণসমাজের কাছে সঠিক ব্যাখ্যা জানাতে হবে। এতে করে তরুণসমাজ ধর্মীয়ভাবে বিভ্রান্ত হওয়া থেকে মুক্তি পাবে। ব্লগারদের তাঁদের ব্লগে উসকানিমূলক বক্তব্য পরিহার করতে হবে। তরুণসমাজকে ধর্মীয় অপব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। ব্লগাররা লেখনীর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছেন। আর জঙ্গিরা মানুষ হত্যা করে সমাজের, রাষ্ট্রের, মানবতার ক্ষতি করছে।’
আইজিপি বলেন, ‘তরুণদের বিকাশে কোনো বাধা নেই। তারা আইটিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তরুণদের কেউ কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আবার কেউ কেউ মুক্তচিন্তায় আদর্শিত। অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে বিপদ ডেকে আনছে।’
পুলিশপ্রধান আরো বলেন, ‘সরাসরি জান্নাতের লোভে কেন তরুণরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তা খুঁজে বের করতে হবে। আগে একটা ধারণা ছিল সমাজের দরিদ্র ও মাদ্রাসার ছেলেরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত। কিন্তু এ ধারণা বিগত কয়েকটি ঘটনায় ভুল প্রমাণিত হয়েছে। শিক্ষিত ছেলেরাও জঙ্গি হয়ে উঠছে। শিক্ষিত ছেলেরা সরাসরি জান্নাতে যাওয়ার লোভে জঙ্গি হচ্ছে। কেন তারা এমনটা ভেবে ভুল করছে, এটাই আমাদের চিন্তার বিষয়। এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে।’
সেমিনারে হাজি আলাউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মনজুরুল হাসান বুলবুলসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।