গোপালগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের সদর উপজেলার বড়ফা গ্রামের নয়ন শেখ (৩০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মধুমতি নদীর চর থেকে পুলিশ পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে।
নয়ন শেখ ওই গ্রামের আবদুল আলী শেখের ছেলে। নিহত ওই ব্যক্তি ঘেনাশুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে প্রতিবেশী হুমায়ুন শেখের ছেলেশিশুর সঙ্গে নিহত নয়ন শেখের মেয়েশিশুর খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের সঙ্গে বিরোধ চরমে পৌঁছে। এ ঘটনার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
পরিবারের লোকজন জানায়, এশার নামাজের পর নয়ন শেখ ঘর থেকে বাইরে বেরিয়ে আর ফিরে আসেননি। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে নয়নকে কুপিয়ে হত্যা করা হতে পারে। আজ সকালে ওই চরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় সেখান থেকে পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, এলাকায় পূর্বশত্রুতার কারণে তাঁকে প্রতিপক্ষ হত্যা করতে পারে। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন।