গোপালগঞ্জে ট্রাকচাপায় দুজন নিহত, আহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হায়দার আলী (৩৫) ও লিমু শেখ (১৯)। তাঁদের বাড়ি সদর উপজেলার কুয়াডাঙ্গা ও ঘোষেরচর গ্রামে।
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় মান্দারতলা এলাকায় রাস্তার ওপর নষ্ট হয়ে যাওয়া পিকআপ মেরামতকালে দ্রুতগামী একটি ট্রাক গাড়ির মেরামত কাজে নিয়োজিত চারজনকে চাপা দেয়। এতে পিকআপচালক হায়দার মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গাড়ির মিস্ত্রি লিমু শেখ (১৯) মারা যান। আহত সঞ্জয় ঢালী (২৮) ও শামীম মোল্লার (১৮) অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।