নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষিশ্রমিকের মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামে আজ বুধবার বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রোকন মিয়া (৩০) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের দুলু মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোকন মিয়া সকালে জমিতে রোপা আমনের চারা রোপন করছিলেন। বেলা ১১টার দিকে মদনপুর পূর্বপাড়া গ্রামের কামাল মিয়ার বাড়িতে নেওয়া অবৈধ পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফখরুল ইসলাম টিপু তাঁকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।