সালাহ উদ্দিনকে নিয়ে আদালতের রুলের আদেশ আজ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে আদালতের জারি করা রুলের আদেশ আজ সোমবার। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন।
গত ১৫ এপ্রিল আদেশের জন্য দিন নির্ধারণ থাকলেও সালাহ উদ্দিনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময়ের আবেদন করলে তা পেছানো হয়।
এর আগে ৯ এপ্রিল শুনানি শেষে ১৫ এপ্রিল এ-সংক্রান্ত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত। পরে এ বিষয়ে আরো তথ্য উপস্থাপন করতে চাইলে আদালত আজ ২০ এপ্রিল শুনানির আদেশের দিন নির্ধারণ করেন।
গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে বিএনপির নেতা সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়—এমন অভিযোগ করে থানা পুলিশের পাশাপাশি উচ্চ আদালতের দ্বারস্থ হন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। এর পর গত ১২ মার্চ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে রুল জারি করেন হাইকোর্ট। কিন্তু নিখোঁজ হওয়ার ৪২ দিন অতিক্রম করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।