একসঙ্গে জঙ্গিবাদ রুখে দাঁড়াবার অঙ্গীকার

জঙ্গিবাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‘সন্ত্রাস নয়, শান্তি চাই-শঙ্কামুক্ত জীবন চাই’- স্লোগানে দেশব্যাপী গুপ্তহত্যা, সন্ত্রাস, বোমাবাজি ও জঙ্গি হামলার প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে-হাত রেখে জঙ্গিবাদ রুখে দেওয়ার অঙ্গীকার করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শিক্ষার্থীরা যেন কোনোভাবেই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা হতে না পারে সে জন্য শিক্ষকদের পাশাপাশি পরিবারের সদস্যদের নজর রাখতে হবে।