রায়পুরে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফেরদৌস হাসান নাহিনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফেরদৌস হাসান নাহিন (২৩) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এ রায় দেন। এর আগে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে পুলিশে দেয়। নাহিন পৌর শহরের দেনায়েতপুর এলাকার বাসিন্দা।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম বলেন, ‘শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। রোববার রাতে নাহিন ওই ছাত্রীর বাড়িতে গিয়েও উক্ত্যক্ত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নাহিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।