গোপালগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী মানববন্ধন

গোপালগঞ্জে আজ সোমবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী মানববন্ধন হয়েছে। ছবি : এনটিভি
গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী মানববন্ধন হয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে শিক্ষক ও ছাত্ররা এসব মানববন্ধনে অংশ নেয়।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু সরকারি কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, লাল মিয়া সিটি কলেজ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জঙ্গিবিরোধী এ কর্মসূচিতে যোগ দেয়।