রামগতি বি বি কে পাইলট স্কুলের পুনর্মিলনীর নিবন্ধন শুরু

লক্ষ্মীপুরের রামগতি বি বি কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পুনর্মিলনী।
এ বছরের ২৪ ডিসেম্বর এই পুনর্মিলনীর দিন ধার্য করা হয়েছে।
পুনর্মিলনী, ২০১৬-এর আহ্বায়ক কমিটির সভা থেকে জানানো হয়েছে, পুনর্মিলনীকে সামনে রেখে রামগতি, নোয়াখালী, ঢাকা ও চট্টগ্রামে রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে।
রেজিস্ট্রশনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করার জন্য রামগতি বি বি কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুরোধ জানিয়েছে আহ্বায়ক কমিটি।
এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০১৭১৭৬০৪৬৬২, ০১৯৭৩২২৯৩০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।