লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো মিনহাজ (১৩) ও শ্রাবণী (১১)।
গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাধাপুর গ্রামের কৃষক মো. সেলিমের সন্তান তারা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় প্রতিবন্ধী ভাই মিনহাজের হাত-মুখ ধুয়ে দিতে পুকুরঘাটে নিয়ে যায় ছোট বোন শ্রাবণী। এ সময় মিনহাজ পানিতে পড়ে গেলে শ্রাবণী তাকে ওঠানোর চেষ্টা করে। একপর্যায়ে দুজনেই ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ভাইবোনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।