লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকেল ৫টার দিকে সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি ফয়েজ আহমেদ, হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল খালেদ ও আমিনুল ইসলাম রাজু।
প্রসঙ্গত, অর্থপাচার মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করে হাইকোর্ট তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন। গত ২১ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন নিম্ন আদালত।