লক্ষ্মীপুরে ইয়াবা বিক্রেতার কারাদণ্ড

লক্ষ্মীপুরে এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার রাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান মাদক ব্যবসার অভিযোগে নজরুল ইসলামকে (৩৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নজরুল লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড মজুপুর এলাকার বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার জানান, গতকাল বিকেলে পুলিশের এক সোর্সের কাছে ইয়াবা বিক্রি করার সময় নজরুলকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার ২৫০ টাকাও উদ্ধার করা হয়। পরে রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
আজ রোববার সকালে নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপপরিদর্শক।