লক্ষ্মীপুরে দুই হাসপাতালকে লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত শয্যা ব্যবহারের দায়ে দুটি ব্যক্তি মালিকানাধীন হাসপাতালকে জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুর ৩টার দিকে লক্ষ্মীপুর সেন্ট্রাল হসপিটাল প্রাইভেট লিমিটেড ও লক্ষ্মীপুর নিউ মডেল হসপিটাল প্রাইভেট লিমিটেডে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই হাসপাতালকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সমর কান্তি বসাক।
ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, সেন্ট্রাল হাসপাতালে রোগীদের জন্য অনুমোদিত ১৪ শয্যার বদলে ২৩টি শয্যা স্থাপন করা হয়েছে। অন্যদিকে অস্ত্রোপচারের কক্ষে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে হাসপাতালের পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। এসব কারণে হাসপাতালটিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিউ মডেল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত শয্যা ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার দায়ে দুটি ব্যক্তি মালিকানাধীন হাসপাতালকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করে দেওয়া হয়েছে।