লক্ষ্মীপুরে বজ্রপাতে ভাগ্নে নিহত, মামা আহত

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর মণ্ডল গ্রামে বজ্রপাতে মো. সজীব হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় সজীবের মামা ইসমাইল হোসেন আহত হন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিকাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত সজীব চররুহিতা এলাকার আবুল হাসেমের ছেলে। আহত ইসমাইল হোসেন চর মণ্ডল গ্রামের আবুল কালামের ছেলে।
গ্রামের লোকজন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে চর মণ্ডল গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন মামা ইসমাইল হোসেন ও ভাগ্নে সজীব হোসেন। এ সময় তাঁরা বজ্রপাতে আহত হন। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুপুর পৌনে ১২টার দিকে সজীবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, ইসমাইল হোসেনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।