ঝালকাঠিতে ‘সেরা সাঁতারের খোঁজে’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ঝালকাঠি জেলায় ১৫ জন সাঁতারু নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ও সুইমিং ফেডারেশনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই সাঁতার প্রতিযোগিতা। ১৬৪ জন পুরুষ ও ২৬ জন নারী প্রতিযোগী সাঁতারে অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ ১০ জন পুরুষ ও পাঁচজন নারীকে দ্বিতীয় পর্বের ইয়েস কার্ড প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহসভাপতি আবদুল মান্নান, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লেফট্যানান্ট কমান্ডার এম নাহিদ হাসান ও ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু।