তারেক রহমানের সাজা
বরিশালে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া

বরিশালে ছাত্রদলের মিছিলে ধাওয়া করে পুলিশ। ছবি : এনটিভি
অর্থ পাচার মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বের করা মিছিলে ধাওয়া করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রদল। সমাবেশে মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল হোসেন লিমন, জেলা আহ্বায়ক মাসুদ হাসান মামুনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। এর আগে সমাবেশে যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে গেলে সদর রোডে তাদের ধাওয়া করে পুলিশ। এ সময় পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেয়। সমাবেশ শেষে কোনো মিছিল না করে বেরিয়ে যায় নেতাকর্মীরা।