স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ ছাড়া দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা কমিটি।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
ওই সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রাম, যুগ্ম আহ্বায়ক বি এম আলম সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।