জঙ্গিবাদ প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,
সবার সহযোগিতা নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে চ্যালেঞ্জ হিসেবে কাজ করতে চাই। সবাই মিলে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
আজ রোববার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা পরিদর্শনে এসে কমিউনিটি পুলিশিংয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি।
কেন্দুয়া থানা পুলিশিং কমিটির আহ্বায়ক বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঞা, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব, ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, আবু তাহের, কামরুজ্জামান সোহাগ, অ্যাডভোকেট নূরুল আলম, বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঞা, প্রাক্তন শিক্ষক রহিছ উদ্দিন, আ. ছাত্তার, মাখদুম সামী কল্লোল, সাংবাদিক শেখ কামাল প্রমুখ।